Wednesday, April 30, 2025

শর্ট সার্কিটের আগুনে পুড়লো ১৩ পরিবারের ঘরবাড়ি

আরও পড়ুন

নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ টি পরিবারের অন্তত ৩২ টিরও বেশি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও আরও ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ থেকে ১২টি পরিবার। এ ঘটনায় নিঃস্ব হয়েছে পরিবারগুলো।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সৈয়দপুর উপজেলার ২ নং কাশিরাম বেলপুকুর ব্রহ্মত্তরে এলাকার সন্ধ্যা সাতটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৩২টি ঘর পুড়ে ছাই হয়ে যায় এবং গবাদিপশুর মৃত্যু সহ ব্যাপক ক্ষতির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৩৩ লাখ টাকার ক্ষতির সম্ভাবনা করা হচ্ছে, যার মধ্যে গবাদিপশু ও বাড়িঘরের ব্যাপক ক্ষতি রয়েছে।

আরও পড়ুনঃ  স্ত্রীর গলায় ছুরি চালায় স্বামী, মুখে বালিশ চেপে ধরে সহযোগী

আগুনের তীব্রতা এতটাই ছিল যে, স্থানীয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঐ এলাকার নয়ন ইসলামের বাড়ি থেকে আগুন ছড়িয়ে পড়ে। পরে দ্রুত সেই আগুন আশেপাশের কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতার কারণে নিয়ন্ত্রণে আনতে পারেনি এলাকাবাসী। পরে সৈয়দপুর ও তারাগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে । ততক্ষণে এলাকার ১৩ টি পরিবারের ৩২ টি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ  দেশে স্ত্রীর পরকীয়া, বিদেশে যে কাণ্ড স্বামীর

ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য সরকারি সাহায্যের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত পরিবার এ ক্ষতি সহজে কাটিয়ে উঠতে পারবে না বলে জানান এলাকাবাসী।

তারাগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার রহমত হোসেন বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করি এবং উদ্ধার কাজ করি। রাস্তা সরু হওয়ায় আমাদের আগুন নিয়ন্ত্রণে আনতে একটু সময় লেগেছে । আগুন নিয়ন্ত্রণে আমাদের একটি ইউনিট ও সৈয়দপুরের একটি ইউনিট কাজ করে ৷ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি। অগ্নিকাণ্ডে শোয়ার ঘর, গোয়াল ঘর, খড়ে ঘর ও রান্না ঘর গরু ছাগল হাস মুরগির পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকেই।

আরও পড়ুনঃ  ঝড়ের রাতে মায়ের মৃত্যু, দুই দিন ঝুলিয়ে রেখে দাফন হলো পানিতে

কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লানচু হাসান চৌধুরি বলেন, ‘আগুনের ভয়াবহতায় ১৩ টি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় কম্বল ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।

উদ্ধারকাজে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস দেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ