Saturday, March 15, 2025

ইরানে হামলা চালাতে ইসরায়েলকে সহযোগিতা করবে না সৌদি-ওমান-কাতার সহ যেসব দেশ

আরও পড়ুন

ইরানে পাল্টা হামলা চালাতে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দিতে তেহেরানকে প্রতিশ্রুতি দিয়েছে প্রতিবেশী দেশগুলো। এ বিষয়ে মঙ্গলবার (২২ অক্টোবর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, আমাদের সব প্রতিবেশী নিশ্চয়তা দিয়েছে ইরানের ওপর হামলা চালাতে তারা তাদের স্থল ও আকাশসীমা ব্যবহার করতে দেবে না। খবর আল আরাবিয়া

গত কয়েকদিন ধরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সফর করছে। ইতোমধ্যে তিনি সৌদি আরব, কাতার, ওমান, ইরাক, মিসর, তুরস্ক, বাহরাইন এবং কুয়েত সফর করছেন। বর্তমানে তিনি কুয়েতে অবস্থান করছেন।

আরও পড়ুনঃ  জিম্মি ইসরাইলি-মার্কিন যুবকের ভিডিও প্রকাশ করল হামাস

আব্বাস আরাগচি বলেন, ইসরায়েলকে সহায়তা দিতে যুক্তরাষ্ট্রও হয়ত প্রস্তুতি নিচ্ছে। তার ধারণা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত ঘাঁটি থেকে এই সহায়তা করতে পারে তারা। এজন্য মার্কিন ঘাঁটির ওপর নজর রাখছে তেহেরান।

ইরানের পারমাণবিক স্থাপনায় দখলদার ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়েও কথা বলেছেন আব্বাস। পারমাণবিক স্থাপনা রক্ষায় ইরানের নিজস্ব পদ্ধতি এবং শক্তি রয়েছে বলে জানান তিনি।

গহ ১ অক্টোবর ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই হামলায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও, সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই ইরানে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়ে আসছে ইসরায়েল।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ