Saturday, April 19, 2025

গাজায় ইসরায়েলি হামলার সবশেষ পরিস্থিতি

আরও পড়ুন

গাজা উপত্যকায় মঙ্গলবার ভোর থেকে ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে। স্থানীয় চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জানান, গাজার অধিকাংশ এলাকা এখন ইসরায়েলের জারি করা সরাসরি অবরোধ বা জোরপূর্বক সরিয়ে নেওয়ার আওতায়।

হামাসের সামরিক শাখা জানিয়েছে, একটি বোমা হামলার পর মার্কিন-ইসরায়েলি সেনা এডান আলেকজান্ডারকে পাহারা দেওয়া ইউনিটের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

আরও পড়ুনঃ  ইসরায়েলকে নিন্দা জানিয়ে ১০৪ দেশের চিঠি, সই করলো না ভারত

হামাসের মুখপাত্র সামি আবু জুহরি আল জাজিরাকে বলেন, ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব তারা পর্যালোচনা করছে, তবে ‘হামাসকে নিরস্ত্র করার প্রস্তাব শোনাটাও আমাদের জন্য গ্রহণযোগ্য নয়।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৮ মাসে ইসরায়েলি হামলায় ৫১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৬ হাজারের বেশি আহত হয়েছেন।

সরকারি গণমাধ্যম অফিস জানিয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বহু মানুষ নিখোঁজ, তাদের মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  টিকটকে লাইভের সময় গুলি করা হয় কোরআন অবমাননাকারী মোমিকাকে

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে অন্তত ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০-র বেশি মানুষ জিম্মি হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ