Saturday, May 24, 2025

যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক আলোচনার সুযোগ দিচ্ছে ইরান: ইসমায়েল বাকাই

আরও পড়ুন

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শনিবার ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া আলোচনা প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাকাই সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন। খবর আল জাজিরার।

শুক্রবার (১১ এপ্রিল) ওই পোস্টে তিনি লিখেন, ‘আন্তরিকভাবে এবং স্পষ্ট সতর্কতার সঙ্গে আমরা কূটনৈতিক একটি সত্যিকারের সুযোগ দিচ্ছি।’

’আমরা অন্য পক্ষের অভিপ্রায় মূল্যায়ন করতে চাই এবং এই শনিবার সমাধান করতে চাই’, যোগ করেছেন বাকাই।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সপ্তাহান্তে উপসাগরীয় দেশটিতে শুরু হতে যাওয়া সরাসরি আলোচনার আগেই গত সোমবার কড়া বার্তা দেন। তিনি ঘোষণা দেন, আলোচনা ব্যর্থ হলে ইরান বড় বিপদে পড়বে।

আরও পড়ুনঃ  ইরানে হামলা চালাতে ইসরায়েলকে সহযোগিতা করবে না সৌদি-ওমান-কাতার সহ যেসব দেশ

ট্রাম্পের বার্তাটি কিছু বিভ্রান্তির সৃষ্টি করেছিল কারণ ইরান জানিয়েছিল, তারা পরোক্ষ আলোচনা করবে, যেখানে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করবে ওমান।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদির মধ্যস্থতায় পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং মার্কিন প্রেসিডেন্টের দূত স্টিভ উইটকফের নেতৃত্বে এই আলোচনা হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ