Friday, March 14, 2025

উত্তরায় উল্টো করে ঝুলিয়ে রাখা ছিনতাইকারীদের কী হলো!

আরও পড়ুন

রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন বিএনএস ভবনের সামনে গণধোলাইয়ের পর ফুট ওভারব্রিজে উল্টো করে ঝুলিয়ে রাখা দুই ছিনতাইকারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে উত্তরা হাউজ বিল্ডিং বিএনএস ভবনের সামনে দুই ছিনতাইকারী বকুল (৪০) ও নাদিমকে (৩৫) গণপিটুনি দেয় জনতা। এরপর তাদের উল্টো করে ফুট ওভার ব্রিজে ঝুলিয়ে রাখে তারা।

উত্তরা পশ্চিম থানার (এসআই) মো. মেহেদী হাসান বলেন, গতকাল রাতে দুইজন ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে উত্তরা বিএনএস ভবনের সামনে ফুট ওভারব্রিজ উল্টো করে ঝুলিয়ে রাখে জনতা।

আরও পড়ুনঃ  পরিবর্তন করা হয়েছে আয়নাঘরের ভেতরের গঠন? যা জানালেন আমান আজমি

তিনি বলেন, আহত অবস্থায় গতকাল তাদেরকে চীন মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখান থেকে আজ বুধবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ