কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন; এরপর ৯ দফা থেকে ১ দফা হয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে ছাত্র-জনতা। জুলাইয়ের ওই গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিভিন্ন রাজনৈতিক দল অংশ নেয় সরকার পতনের আন্দোলনে।
সম্প্রতি নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব ও গণ-অভুত্থানের অবদান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। এই আলোচনার কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়।
এবার সেই আলোচনায় যোগ দিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার।
সোমবার নিজের ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। ওই পোস্টে সালাউদ্দিন আম্মার লিখেছেন, ‘ভাই, ঢাবিতে ক্রেডিট ভাগাভাগি হয়ে গেলে রাবি, চবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়দের দিয়েন। কথা দিচ্ছি, শিবির আর আমরা ভাগাভাগি করে নেব ক্রেডিট।
এদিন একই বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন রাবি শিবিরের সেক্রেটারি মোজাহিদ হাসান বাবু। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক পরিষদ বৈছাআ আর জানাকের নেতৃত্বের ভাগ- বাটোয়ারার নোংরামিতে মেতে না উঠুক সেই প্রত্যাশা। জুলাই বিপ্লবের একজন খুদে মাঠের কর্মী হিসেবে জানি ১৭ জনের সমন্বয়ক পরিষদের ত্যাগ এবং কুরবানি।
জুলাই বিপ্লব কোনো দলের বা গোষ্ঠীর আন্দোলন ছিল না। এটি ছিল সমগ্র জাতির জুলুম থেকে মুক্তির আন্দোলন।’
তিনি আরো বলেন, ‘তাই ডান, বাম, নিতান্তই সাধারণ শিক্ষার্থী আর অ্যাক্টিভিস্টদের সম্মিলন ঘটেছিল রাবির সমন্বয়ক পরিষদে। আর রাবি, রাজশাহী কলেজ, রামেক, রুয়েট, বরেন্দ্রসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র, ছাত্রী, শিক্ষক, সাংবাদিকসহ রাজশাহীর আপামর জনতা শরিক হয়েছিল ২৪-এর গণ-অভ্যুত্থানে।’
তিনি বলেছেন, ‘দুনিয়ার সব জায়গার সমন্বয়করা অস্বীকার করলেও আমি অস্বীকার করব না আপনাদের অবদান। কারণ ১৫ জুলাইয়ে এখনো আমার কানে ভাসে- ‘আমি মুজাহিদ বাবু, ছাত্রশিবিরের রাবি শাখা সাংগঠনিক সম্পাদক, আপনি ২টা প্যান্ট আর প্রয়োজনীয় যা লাগে নিয়ে আমাদের সঙ্গে চলেন।’
তিনি আরো বলেন, ‘সেদিন থেকে ৫ আগস্ট পর্যন্ত আপনি এবং মোহাইমিন ভাই আমাকে নিরাপত্তায় রেখেছেন। আপনার সঙ্গে রাজনৈতিক মতাদর্শের মিল না থাকতে পারে তবে আমি ১৫ জুলাই থেকে আপনাকে চিনি ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক হিসেবে, এর আগে চিনতাম বিভাগের সিনিয়র ভাই হিসেবে। আপনার এবং আপনার সংগঠনের অবদান অনেক। হয়তো কখনো ইতিহাস লিখতে বসলে আপনাদের নিয়ে লিখব।