নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আয়নাল হোসেন (৪৫) নামে এক যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) সকালে বড়াইগ্রামের মাঝগ্রাম ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত আয়নাল হোসেন ওই গ্রামের মৃত আব্দুল জলিল প্রামাণিকের ছেলে। তিনি নটাবাড়িয়া ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং বনপাড়া বাইপাস কাউন্টারে লোকাল বাসের টিকিট বিক্রি করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আয়নাল হোসেন দীর্ঘদিন ধরে বাড়িতে একা বসবাস করতেন। তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে প্রায় সাত মাস আগে বাবার বাড়িতে চলে যান। গত বুধবার সন্ধ্যার পর থেকে তাকে আর এলাকায় দেখা যায়নি। শনিবার সকালে স্থানীয়রা তার বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে ভেতরে ঢুকে ঘরের মেঝেতে পড়ে থাকা মরদেহ দেখতে পান। পরে বড়াইগ্রাম থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, আয়নালের বাড়ির ফটক ও দরজা খোলা ছিল এবং মরদেহে পচন ধরে অনেক দুর্গন্ধ ছড়াচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।