জুলাই গণ-অভ্যুত্থানের পর প্রথমবারের মতো গোপালগঞ্জে রাজনৈতিক কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভার মধ্যে দিয়ে কর্মসূচি পালন করেছেন জেলা জামায়াতের নেতাকর্মীরা।
এরমধ্যে দলটি তাদের আগাম নির্বাচনী বার্তা দিয়েছে। এসময় গোপালগঞ্জের দুটি আসনে সম্ভাব্য প্রার্থীদেরও পরিচয়ও করিয়ে দেওয়া হয়।
সোমবার বিকালে শোভাযাত্রাটি গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার মডেল মসজিদ চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঘোনাপাড়ায় গিয়ে শেষ হয়। এর আগে স্থানীয় কোট মসজিদ এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য দেন, জেলা শাখার আমির অধ্যাপক রেজাউল করিম ও গোপালগঞ্জ-২ আসনে নির্বাচনে জন্য মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসাইন সরদার।
শোভাযাত্রাকে আগাম নির্বাচনী প্রচারণার বার্তা দাবি করে সেখানে গোপালগঞ্জ-১ আসনের অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ ও গোপালগঞ্জ-২ আসনে অ্যাডভোকেট আজমল হোসাইন সরদারকে এমপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করে তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রার্থীর নাম ঘোষণা করেন জেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক রেজাউল করিম ও সেক্রেটারি আল মাসুদ খান।
এ সময় জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারি আল মাসুদ খান বলেন, গোপালগঞ্জসহ দেশের ঘরে ঘরে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর কোরআনকে সংসদে বসানোর জন্য এই নির্বাচনী প্রচারণায় জামায়াতে ইসলামী শরিক হয়েছে।
জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রেজাউল করিম বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর গোপালগঞ্জে কোনো রাজনৈতিক কর্মসূচি প্রকাশ্যে করিনি। আমরা নিজেদের কর্মী সমর্থক নিয়ে নিজেরা নিজেরা কর্মসূচি পালন করে আসছি। আজকে আমরা প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালন করেছি। এই কর্মসূচির মাধ্যমে গোপালগঞ্জের দুটি আসনের সম্ভাব্য প্রার্থীর ঘোষণা দিয়েছি