Wednesday, April 30, 2025

ভাড়ার টাকা চাওয়ায় ভ্যানচালককে হত্যা

আরও পড়ুন

মাদারীপুরের শিবচরে ভ্যান ভাড়ার পাওনা টাকা চাওয়া নিয়ে বাকবিতণ্ডার প্রতিশোধ নিতে ভ্যানচালক মিজান গাজীকে হত্যা করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিবচর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আজমেরী হোসেন।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের একটি ইটের ভাটা সংলগ্ন ভুট্টা ক্ষেত থেকে ভ্যান চালক মিজান গাজী (২০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা মলিনা বেগম বাদী হয়ে আরিয়ান আহমেদ স্বাধীন বেপারী ও আল আমিনসহ অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ  আনসারদের সঙ্গে সংঘর্ষের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ দফা

বান্দরবানের দেবতাখুম পর্যটকদের জন্য উন্মুক্ত ঘোষণা
পরে মামলার এজাহারভুক্ত দুই আসামি আরিয়ান ও আল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাদের দেওয়া তথ্য মতে হত্যাকাণ্ডে জড়িত হান্নান নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।

সহকারী পুলিশ সুপার আজমির হোসেন বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে রোববার ঘটনার সঙ্গে জড়িত উপজেলার শিকদার হাট এলাকার হুমায়ুন শিকদারের ছেলে মো. হান্নান শিকদারকে (২৬) গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, আরিয়ান আহমেদ স্বাধীন বেপারী ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতো। মিজানের ভ্যান তারা ব্যবহার করতো। সে সুবাদে স্বাধীনের কাছে ৪৫০ টাকা পেতো ভ্যানচালক মিজান। বেশ কিছুদিন ধরে টাকা চেয়েও না পেয়ে স্বাধীনের সঙ্গে কিছুটা বাকবিতণ্ডা হয় মিজানের। মূলত টাকা না দিতে এবং এর প্রতিশোধ নিতেই ভ্যানচালককে হত্যা করে তারা।

আরও পড়ুনঃ  নতুন ছাত্রসংগঠন থেকে পদত্যাগ করলেন জেদনী

সহকারী পুলিশ সুপার আরও বলেন, হান্নান পেশায় একজন ইট ভাঙা শ্রমিক এবং মাদকাসক্ত। অন্যান্য আসামিদের প্ররোচনায় মাত্র দুই হাজার টাকার বিনিময়ে হান্নান অন্যান্যদের সহায়তায় নৃশংসভাবে খুন করে ভ্যানচালক মিজানকে। ঘটনার দিন ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার পর হান্নানসহ অন্যান্য আসামিরা মিজানকে তার অটোভ্যানসহ ৫০০ টাকায় ভাড়া করে ঘটনাস্থলে নিয়ে যায়। কাদিরপুর ইউনিয়নের দেলোয়ারের ইটভাটার অদূরে সামাদ মৃধার ভুট্টা ক্ষেতের আড়ালে নিয়ে প্রথমে চড়-থাপ্পড় মারে চারজন মিলে। অতঃপর আসামিদের সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে মিজানকে। এক পর্যায়ে মিজান মাটিতে লুটিয়ে পড়লে গলায় ছুরি চালায় আসামি হান্নান।

আরও পড়ুনঃ  সময় টিভির সম্প্রচার বন্ধ

সোমবার আসামি হান্নান শিকদারকে আদালতে সোপর্দ করা হলে বিচারকের নিকট ঘটনায় জড়িত থাকার বিষয়ে তার দোষ স্বীকার করে বলেও জানান এএসপি আজমির হোসেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ