Saturday, March 15, 2025

গাজীপুরের হামলা নিয়ে সারজিস আলমের হুঁশিয়ারি

আরও পড়ুন

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যদের ওপর হামলার প্রতিবাদে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুকে বার্তা দিয়েছেন তিনি।

ফেসবুক বার্তায় তিনি লিখেছেন, “গাজীপুরে আজকেই (শনিবার) হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন। আমরা আসছি…”

এর আগে এ হামলার প্রতিবাদে শনিবার (৮ ফেব্রুয়ারি) গাজীপুর রাজবাড়ি মাঠে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানায় সংগঠনটি। এতে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ অংশ নেবেন বলেও জানান তারা।

আরও পড়ুনঃ  শহীদ হতে পারিনি, শহীদ পরিবারের সদস্য হতে চাই: জামায়াত আমির

উল্লেখ্য, গাজীপুরে সদর থানার ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ববিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় স্থানীয়দের থেকে হামলার শিকার হন বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে ঘোষণা দিয়েছে স্থানীয়রা। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ