Friday, March 14, 2025

আমানতকে যেন আমরা খেয়ানত না করি : সারজিস আলম

আরও পড়ুন

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, এই মঞ্চ থেকে আমরা শপথ নিতে চাই, এই ছোট জীবনে এত বড় দায়িত্বের আমানতকে যেন আমরা খেয়ানত না করি।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ অনুষ্ঠান এ কথা বলেন তিনি।

বাংলাদেশকে সুসংগঠিত করতে চাইলে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করে সারজিস আলম বলেন, আগামীর বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ। হাসিনা দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে।

আরও পড়ুনঃ  অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ৩

সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে এই প্রতিষ্ঠানগুলোকে সংগঠিত করতে হবে। খুনি হাসিনার বিচার আমাদের ঐক্যবদ্ধভাবে করতে হবে। কোনও অপরাধীর মুক্তির জন্য আমরা যেন থানায় না যাই।

তিনি বলেন, যারা বড় রাজনৈতিক দল রয়েছে, তারা যদি ছোট দলকে এগিয়ে যেতে না দেয় তাহলে আবার একটি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে।

খুনি হাসিনাকে দেখে যেন আমরা সেই শিক্ষা নিতে পারি। আমরা দেশ এবং জাতিকে সবার ওপরে রেখে যেন নতুন ও সাম্যের বাংলাদেশ গঠন করতে পারি।

আরও পড়ুনঃ  ‘চোখ বন্ধ কইরা থাকবি, তাকাইলে কানা করে দিবো’

তিনি আরো বলেন, আমরা যদি ছোট-ছোট রাজনৈতিক স্বার্থ একপেশে রেখে ঐক্যবদ্ধ হই, তাহলে আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারব। সবাইকে আগামীর বাংলাদেশকে ঐক্যবদ্ধ গড়ে তোলার অনুরোধ করব।

আর এই মঞ্চ থেকে আমরা শপথ নিতে চাই, এই ছোট জীবনে এত বড় দায়িত্বের আমানতকে যেন আমরা খেয়ানত না করি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ