Wednesday, April 30, 2025

বাসচাপায় সাবেক ছাত্রশিবির নেতা নিহত

আরও পড়ুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় নজরুল ইসলাম নামে এক সাবেক ছাত্রশিবির নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার পাবনা-নগরবাড়ী মহাসড়কের বালসাবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নজরুল ইসলাম (৩৫) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাহজাদপুর উপজেলা শাখার সাবেক সেক্রেটারি ছিলেন। তিনি শাহজাদপুর উপজেলার দূর্গাপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নুরুল আলম বাবু বলেন, শ্যামলী পরিবহনের একটি বাস পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি বালসাবাড়ী বাজার এলাকায় এসে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। পরে উল্লাপাড়া ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের যৌথ টিম সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে নিহতের মরদেহ হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  প্রবাসীর স্ত্রীকে বায়স্কোপ দেখাতে গিয়ে জনতার হাতে ধরা কৃষকদল নেতা, এরপর যা ঘটল

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. জাকির হোসেন কালবেলাকে জানান, সকাল ১০টার দিকে শ্যামলী পরিবহণের একটি বাস বালশাবাড়ি এলাকায় পৌঁছালে একটি ব্যাটারি চালিত ইজিবাইক সামনে এসে পড়ে। ইজিবাইকটির সঙ্গে হালকা ধাক্কা লেগে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দোকানে ঢুকে যায়। এ সময় ওই দোকানের সামনে মোটর সাইকেলে বসে থাকা নজরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ