Thursday, April 17, 2025

সোহরাওয়ার্দী উদ্যানে বিনামূল্যে খাওয়ানো হচ্ছে শরবত

আরও পড়ুন

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সকাল থেকেই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে লোকজন আসতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ঢল নেমেছে। প্রচণ্ড গরমের মধ্যে কর্মসূচিতে আসা মানুষের স্বস্তি দিতে বিনামূল্যে পানি ও শরবত বিতরণ করছে তাওহীদ নামের একটি ফাউন্ডেশন।

শনিবার (১২ এপ্রিল) সমাবেশস্থল ঘুরে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশমুখের পাশেই পিকআপ ট্রাকে করে পানি ও শরবত এনেছে সংগঠনটি। সংগঠনের কর্মীরা শরবত পান করার জন্য মানুষকে ডাকছে। প্রচণ্ড গরমে স্বস্তি পেতে অনেকেই শরবত পান করছেন।

আরও পড়ুনঃ  ইসরায়েলি বর্বরতা, পাকিস্তান-জুড়ে বিক্ষোভের ডাক জামায়াতে ইসলামীর

শরবত পান করা কয়েকজন বলেন, আমরা গাজার পক্ষে, মানবতার পক্ষে দাঁড়ানোর জন্য এ কর্মসূচিতে এসেছি। যেহেতু কড়া রোদ পড়ছে, তৃষ্ণাও পাচ্ছে। তাই বিনামূল্যের এই শরবত খেলাম। যারা এই উদ্যোগ নিয়েছে সেই সংগঠনকে ধন্যবাদ।

গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী এই গণজমায়েত। আজ বিকেল ৩টায় এই ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পলকের শ্যালক

এ কর্মসূচিতে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছে নানা শ্রেণিপেশার মানুষ। ছোট-বড় মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন তারা। মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ লোকের হাতেই রয়েছে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা।

কারও হাতে ‘Free Palestine’, ‘Stop the Genocide’ সহ বিভিন্ন লেখাসংবলিত প্ল্যাকার্ড। কেউবা প্রতিবাদী স্লোগান দিচ্ছেন, কেউ দাঁড়িয়ে আছেন নীরবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, যেখানে শিশুরা প্রতিদিন বোমায় মরছে, সেখানে নীরব থাকা অপরাধ। আমরা গাজার পক্ষে, মানবতার পক্ষে দাঁড়ানোর জন্য এ কর্মসূচিতে এসেছি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ