Wednesday, April 30, 2025

আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত

আরও পড়ুন

যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাদের সতর্ক করে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (১৫ এপ্রিল) নিজের ভেরিভাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এই সতর্কতা দেন তিনি।

পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে ‘শিষ্টাচারবহির্ভূত’ বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে।

আরও পড়ুনঃ  পূর্ণাঙ্গ সংস্কার ছাড়া নির্বাচনে আসবে না জামায়াত ইসলাম মিয়া গোলাম পরোয়ার

তিনি আরও লিখেছেন, ‘যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাদের সতর্ক করছি—অতি শিঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন। না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ।’

যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাদের সতর্ক করে হাসনাত লিখেছেন, ‘আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না। সাবধান হয়ে যান।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ