Wednesday, April 30, 2025

বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিম মারা যাওয়ার খবর নিয়ে যা জানা গেল

আরও পড়ুন

বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিম মারা যাওয়ার তথ্যটি গুজব

২০২৩ সালে দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার ২৬তম আসরে প্রথম হওয়া হাফেজ সালেহ আহমেদ তাকরিম মারা যাওয়ার একটি খবর সম্প্রতি তার ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে এ খবরটি সঠিক নয়।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিম মারা যাওয়ার দাবিটি সঠিক নয় বরং, বাগেরহাটে মো. তাকরিম শেখ নামের আরেক হাফেজের বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়ার খবরের সঙ্গে সালেহ আহমেদ তাকরিমের ছবি ব্যবহার করে প্রচার করা হচ্ছে।

আরও পড়ুনঃ  নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চলছে : প্রিন্স

গণমাধ্যমেও সালেহ আহমেদ তাকরিমের মৃত্যুর দাবি সংক্রান্ত কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে একটি জাতীয় দৈনিকের ওয়েবসাইটে গত ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, হাফেজ সালেহ মো. তাকরিম সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন তার শিক্ষক মুর্তজা হাসান ফয়েজি মাসুম। তিনি বলেন, ‘ছড়িয়ে পড়া খবর সম্পূর্ণ মিথ্যা। নামের কারণে এমন বিভ্রান্তি বার বার ছড়াচ্ছে।

অর্থাৎ, নামের কিছুটা মিল থাকায় অনেকে হাফেজ সালেহ আহমদ তাকরীম এর ছবি প্রচার করছেন এবং সালেহ আহমদ তাকরীম এর মারা যাওয়ার ভুল তথ্য ছড়াচ্ছেন। সুতরাং, বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিম মারা গেছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ