Friday, March 14, 2025

অপারেশন ডেভিল হান্ট : পটিয়ায় আ. লীগ নেতা মাসুদ গ্রেপ্তার

আরও পড়ুন

চট্টগ্রামের পটিয়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ সাড়াশি অভিযানে মো. মাসুদ পারভেজ (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাইরোল মনির আহম্মদ চেয়ারম্যানের বাড়ির মৃত মোহাম্মদ আলীর ছেলে। গ্রেপ্তারকৃত মাসুদ পারভেজ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী হামলা মামলায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতা মাসুদ পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা হিসেবে তাকে কাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো করা হবে।

আপনার মতামত লিখুনঃ
আরও পড়ুনঃ  আমরা দুনিয়ায় কেউ চিরস্থায়ী নই: সারজিস আলম

সর্বশেষ সংবাদ