Friday, March 14, 2025

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন

আরও পড়ুন

মাদারীপুর শহরের স্টাফ কোয়াটারের পেছনে অ্যাডভোকেট সাইফুর রহমান চুন্নুর বাড়ির ভাড়াটিয়া জুয়েল হাওলাদারের বাসায় রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ভুক্তভোগী প‌রিবার সূত্রে জানা যায়, সদর উপজেলার পাচখোলা ২নং ওয়ার্ড এলাকার ফোরকান হাওলাদারের ছেলে জুয়েল হাওলাদার (৩৫) তার পরিবার নিয়ে ভাড়া থাকতেন অ্যাডভোকেট সাইফুর রহমান চুন্নুর বাসায়। প্রতিদিনের মতো কাজ শেষ করে ভাড়াটিয়া বাসায় ফেরেন জুয়েল। বাসায় ফিরে মশার কয়েল জ্বালানোর উদ্দেশ্যে দিয়াশলাই জ্বালাতে গেলে আগে থেকে লিক হয়ে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে জুয়েল ও তার স্ত্রী তানিয়াসহ (৩০) তিনজন দগ্ধ হয়। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেয়া হলে গুরুতর অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন দায়িত্বরত চিকিৎসক।

আরও পড়ুনঃ  মুক্তিযোদ্ধা কোটায় কতজনের চাকরি, তালিকা হবে

এ ব‌্যাপা‌রে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ব‌লেন, দুর্ঘটনার কথা শুনেছি। প‌রে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিস গি‌য়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সবাইকে স‌চেতন হওয়ার আহ্বান কর‌ছি, যেন সি‌লিন্ডার খু‌লে বের না হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ