Wednesday, April 30, 2025

যশোরে ইজিবাইকের শোরুমে ডাকাতি : পুলিশের ৪ সদস্য বদলি

আরও পড়ুন

নৈশপ্রহরীকে বেঁধে রেখে যশোর উপশহরে ইজিবাইকের শোরুমে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে গোল্ডেন বাইক শোরুমে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার দোকান মালিকের ছেলে ২৫ লাখ টাকার মালামাল ডাকাতরা নিয়ে গেছে বলে জানিয়েছেন। এ ঘটনায় পুলিশ সুপার জিয়া উদ্দিন আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে ঘটনাস্থলের নিকটবর্তী উপশহর পুলিশ ফাঁড়ির ৪ সদস্যকে বদলি করা হয়েছে। তাদের দুজন এএসআই দুজন কনস্টেবল।

ওই প্রতিষ্ঠানের নৈশপ্রহরী আবুল হোসেন জানান, অস্ত্রধারী চার/পাঁচজন তাকে হত্যার হুমকি দিয়ে গামছা দিয়ে বেঁধে এক পাশে ফেলে রাখেন। তিনি কথাও বলতে পারছিলেন না।

আরও পড়ুনঃ  বিক্রি হচ্ছিল মরা গরুর মাংস, ম্যাজিস্ট্রেট দেখেই উধাও বিক্রেতা

তার কাছে একজন পাহারা দিচ্ছিল। অন্যরা মালামাল ট্রাকে লোড করে পালবাড়ির দিকে চলে যায়। পরে তিনি ইশারায় একজনকে ডাক দেন।

উপশহরের বাসিন্দা দৈনিক লোকসমাজের প্রেস শ্রমিক কর্মচারী আলামিন জানান, কাজ শেষ করে বাড়ি ফেরার পথে দেখেন নৈশপ্রহরীর হাত-পা বাঁধা।

তিনি দাঁড়িয়ে হাত-পা খুলে দেন। পরে পুলিশ ও দোকান মালিককে ফোন করে বিষয়টি জানান। দোকান মালিক আবুল কাশেমের ছেলে নূর নবী জানান, রাত ৩টার দিকে ঘটনা ঘটে। এতে ১৫০টি ব্যাটারি, টায়ার ও নগদ টাকা মিলিয়ে ২৫ লাখ টাকার মালামাল ডাকাতরা নিয়ে গেছে।
এ ঘটনায় যশোরের পুলিশ সুপার জিয়া উদ্দিন আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ  একে একে মারা গেলেন পরিবারের ৬ সদস্যই

তিনি এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন।
এদিকে ঘটনাস্থলের নিকটবর্তী যশোর উপশহর ফাঁড়ির এএসআই ইশারত, এএসআই আলী মিয়া, কনস্টেবল মাহফুজ ও কনস্টেবল মাসুদকে অন্যত্র বদলি করা হয়েছে।

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই-আলম সিদ্দিকী দুই এএসআই ও দুই কনস্টেবল অন্যত্র বদলির কথা নিশ্চিত করলেও তিনি বলেন, দায়িত্ব অবহেলার কারণে নয়, ‘এ ঘটনার সঙ্গে বদলির সম্পর্ক নেই, বদলি পুলিশের রুটিন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ