Tuesday, March 18, 2025

মাজার জিয়ারত শেষে ফেরার পথে সড়কে ঝড়ল একই পরিবারের ৪ জনের প্রাণ

আরও পড়ুন

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে ঘটনাস্থলেই একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহত একই পরিবারের চারজন মাজার জিয়ারত শেষে প্রাইভেটকারযোগে বাড়িতে ফিরছিলেন।

বুধবার (১ মে) রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুরের নিকট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতদের বাড়ি বরিশাল জেলায়। তারা ঢাকায় বসবাস করেন। সিলেটে মাজার জিয়ারতে গিয়ে ফেরার পথে রাত ২টার দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুরের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  সেই উপস্থাপিকার কাছে ক্ষমা চাইলেন বিচারপতি মানিক

এতে একজন নারীসহ প্রাইভেটকারে থাকা ৫জন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যান।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ