Saturday, May 3, 2025

বেনাপোলে সাত রাউন্ড ভারতীয় গুলি উদ্ধার

আরও পড়ুন

যশোরের বেনাপোল সীমান্তের ধান্যখোলা জেলেপাড়া এলাকা থেকে একটি দেশীয় তৈরি পিস্তল এবং সাত রাউন্ড ভারতীয় গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২ মে) দুপুর ১২টার দিকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, উদ্ধার হওয়া গুলি ৮ এমএম মাউসার (বা ৭.৯২ এমএম) রাইফেল ক্যালিবারের, যা সাধারণত ভারতীয় সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য বাহিনীতে ব্যবহৃত হতো। এই ধরনের গুলি ভারতের মহারাষ্ট্রের পুনের খড়কি এলাকায় অবস্থিত সরকারি অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন কেন্দ্র থেকে তৈরি করা হয়ে থাকে।

আরও পড়ুনঃ  আগামী মার্চ থেকে টুরিস্ট ভিসা দেয়ার বিষয়ে যা বলল ভারতীয় দূতাবাস

দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে হামলার শিকার কিশোরের মৃত্যু
আসামির হাতুড়ির আঘাতে দুই পুলিশ আহত
তিনি জানান, গুলিগুলো মূলত ১৯৪০ থেকে ১৯৭০ সালের মধ্যে ভারতীয় বাহিনীতে ব্যবহৃত হতো। কীভাবে এই অস্ত্র ও গুলি সীমান্ত এলাকায় ধানক্ষেতে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে বিজিবি তদন্ত শুরু করেছে।

উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ