Wednesday, April 30, 2025

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারকের পরিচয় জানা গেল

আরও পড়ুন

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) প্রেসিডেন্ট, মাহাদুল ক্বিরাত বাংলাদেশের পরিচালক, বিশ্বখ্যাত ক্বারি শায়খ আহমাদ বিন ইউসুফ আজহারি তুরস্কে অনুষ্ঠিতব্য বিশ্বের অন্যতম প্রসিদ্ধ ও বৃহৎ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার আসরে সম্মানিত বিচারক হিসেবে অংশ নেবেন।

আন্তর্জাতিক এ আসরে অংশ নিতে আগামীকাল শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা ত্যাগ করবেন তিনি।

তুরস্কের গাজিয়ান্তেপ শহরে আগামী ২৬ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত হিফজ ও ক্বিরাত বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে আনকারায় প্রেসিডেন্ট প্যালেসে প্রতিবারের ন্যায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিব এরদোয়ান বিচারকমণ্ডলী এবং প্রতিযোগীদের মাঝে সম্মাননা এবং পুরস্কার প্রদান করবেন।

আরও পড়ুনঃ  শোলাকিয়া ঈদগাহের ইমাম মাসউদের নিয়োগ প্রক্রিয়া অবৈধ: হাইকোর্ট

উল্লেখ্য, ২০১৮ সালে আহমাদ বিন ইউসুফ আজহারি প্রথম বাংলাদেশি হিসেবে তুরস্ক আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিচারক হিসেবে অংশ নেন। তার এই সফরের মাধ্যমে সারা বিশ্বে লাল-সবুজের পতাকা আরো একবার সমুন্নত হবে এবং বাংলাদেশের সম্মান বৃদ্ধি পাবে।

প্রতিযোগিতা শেষে ক্বারি আহমাদ ইউসুফ আগামী (৩ মে) সকালে দেশে ফিরবেন। তিনি বাংলাদেশে বিশুদ্ধ তিলাওয়াত ও ক্বিরাতের রূপকার ক্বারি মুহাম্মাদ ইউসুফ (রহ.)-এর বড় ছেলে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ