আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, নির্বাচন শুধু প্রলম্বিত নয়, বানচাল করতেও যড়যন্ত্র চলছে। সংস্কার প্রস্তাবের নামে অবাস্তব ও জনসম্পৃক্তহীন ইস্যু নিয়ে রাজনৈতিক অঙ্গনে অনৈক্য, দ্বন্দ্ব, ফ্যাসাদ ও অন্তর্ঘাতমূলক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা হচ্ছে। এসব বিষয়ে দেশের জনগণকে সজাগ থাকতে হবে।
বুধবার (২৩ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।
এ সময় অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের প্রতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, নির্বাচন নিয়ে নানা টালবাহানা ও ষড়যন্ত্র চলছে। কিন্তু ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। দেশের জনগনকে সঙ্গে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র নস্যাৎ করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে।
সমাবেশে তারেক রহমান ঘোষিত জনকল্যাণে বিএনপির কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন ও সাম্য, মানবিক রাষ্ট্র গঠন করা হবে। এতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারভাতা, কর্মসংস্থান, বিনামূল্যে চিকিৎসা, কৃষি পণ্যের ন্যায্য মূল্য, জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধিসহ শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে।
এ সময় দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক পুনর্গঠনের পাশাপাশি জনসম্পৃক্ততা বৃদ্ধি করে ধানের শীষের পক্ষে প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি।
স্থানীয় কলসিন্দুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় এই কর্মী সমাবেশে আরও বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন, ফরহাদ রব্বানী সুমন, আব্দুল কুদ্দুস, হাবিবুর রহমান হাবিব, আবদুল ওয়াহেদ তালুকদার, জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসাইন প্রমুখ।
এই কর্মী সমাবেশে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।