Wednesday, April 30, 2025

বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

আরও পড়ুন

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে শহরের একটি আবাসিক হোটেলে এই ধর্ষণের ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার ওই কিশোরী বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। অভিযুক্ত বগুড়া সদরের নামুজা গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।

ভুক্তভোগী কিশোরীর বাবা জানান, দশম শ্রেণীতে পড়ুয়া এই কিশোরীর সঙ্গে পাশের গ্রামের এক কিশোরের মুঠোফোনের মাধ্যমে বন্ধুত্ব গড়ে ওঠে। সকালে স্কুলে যাওয়ার কথা বলে কিশোরীটি তার ছেলে বন্ধুর সঙ্গে বগুড়া সদরের একটি ইকো পার্কে ঘুরতে যায়। সেখান থেকে তাকে প্রলোভন দেখিয়ে শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই ছেলে বন্ধু!

আরও পড়ুনঃ  গাজা স্বাধীন করা নিয়ে নাসির উদ্দিনের যে বক্তব্য অতঃপর

পরে বিকেলে বাড়ির ফেরার পথে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে সেই ছেলে বন্ধু পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা কিশোরীকে উদ্ধার করে স্বজনদের খবর দিলে পরে তাকে হাসপাতালে নেয়া হয়।

বগুড়া সদর থানা পুলিশের ওসি এসএম মঈনউদ্দিন জানান, ভুক্তভোগী কিশোরী আশঙ্কামুক্ত আছেন। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ