জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল সভাপতি ‘তথাকথিত আন্দোলন’ বলে সম্বোধন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। সোমবার (২১ এপ্রিল) রাতে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ ও সাধারণ সম্পাদক মহিউদ্দীন খান এক যৌথ বিবৃতিতে এমন নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, ছাত্রদলের এক দলীয় কর্মসূচিতে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস তার বক্তব্যে বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া জুলাই-আগস্টের গৌরবময় ছাত্রজনতার অভ্যুত্থানকে ‘তথাকথিত আন্দোলন’ হিসেবে উল্লেখ করেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এ ধরনের দায়িত্বজ্ঞানহীন, জাতীয় ঐক্য বিরোধী ও অগ্রহণযোগ্য মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
বিবৃতিতে আরো বলা হয়, ছাত্রদলের এমন বক্তব্য শহিদদের রক্তকে অপমান, আহত ও পঙ্গুত্ব বরণকারী গাজীদের সাথে প্রতারণা, এবং ছাত্র-জনতার আত্মত্যাগকে খাটো করে দেখার অপচেষ্টা ছাড়া আর কিছু নয়। বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণ ও ছাত্রসমাজের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে একটি স্বতঃস্ফূর্ত ও গণমুখী সংগ্রামকে আওয়ামী বাকশালীদের মতো অপমানসূচক শব্দ ব্যবহার করে হেয় প্রতিপন্ন করার ধৃষ্টতা দেখানো অন্যায্য ও অত্যন্ত নিন্দনীয়। ছাত্রদলের কাছ থেকে আমরা আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি।