Wednesday, April 30, 2025

অনার্সে প্রথম স্থান, ঢাবির সেই শিবির নেতার মাস্টার্সে ফল সিজিপিএ ৪-এ ৪

আরও পড়ুন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম স্নাতকের ফলে বিভাগে প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল পুরস্কার অর্জন করেছিলেন। এবার স্নাতকোত্তরের ফলে চমক দেখিয়েছেন এই নেতা।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন মাজহারুল। স্নাতকোত্তরের ফলাফলে দেখা গেছে তিনি ৪.০০ আউট অব ৪.০০ (সিজিপিএ) অর্জন করেছেন।

এমন সাফল্যের অনুভূতি জানিয়ে মাজহারুল ইসলাম এক ফেসবুক পোস্টে বলেন, জুলাই অভ্যুত্থান ও পরবর্তী দিনগুলো পড়ালেখার জন্য বন্ধুর ছিল। জীবনের বহু দিকের সাথে পরিচয় ঘটেছে এ কয়েকমাসে। এতসব পেরিয়েও যা পেয়েছি তার সবটার কৃতিত্ব মহান আল্লাহ রব্বুল আলামিনের। আলহামদুলিল্লাহ, মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার একাডেমিক জীবনের পরিসমাপ্তি ঘটলো। সবার নিকট দোয়ার আর্জি।

আরও পড়ুনঃ  ‘শিবিরের ওপর দায় দিয়ে দাও’ মন্তব্যের জবাবে যা বলল ছাত্রশিবির

এর আগে, চলতি বছরের জানুয়ারিতে ১৮ সদস্যবিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের কমিটি প্রকাশ করা হয়। ওই কমিটিতে মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পান মো. মাজহারুল ইসলাম।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ