Friday, May 2, 2025

চাঁদপুরে ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

আরও পড়ুন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় জনতা ব্যাংকের সিনিয়র অফিসার জাবেদ হোসাইনকে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) আটকের পর আদালতে প্রেরণ করা হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেন।

আটক জাবেদ হোসাইন শাহরাস্তি উপজেলার সুচিপাড়া জনতা ব্যাংকের সিনিয়র অফিসার। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার কুমেদপুর গ্রামের মোহাম্মদ উল্যার ছেলে।

পুলিশ জানায়, জনতা ব্যাংকের ম্যানেজার কার্তিক চন্দ্র ঘোষ রোববার (১৩ এপ্রিল) শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগপত্রে উল্লেখ করেন, ব্যাংকের সিনিয়র অফিসার জাবেদ হোসাইন কয়েকটি অ্যাকাউন্টে ৮৪ লাখ ৬৭ হাজার ৮১৪ টাকা আত্মসাতের জন্য হস্তান্তর করেন। ওই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি আত্মসাতের করার বিষয়টি স্বীকার করলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাকে আটকে রাখা হয়।

আরও পড়ুনঃ  ‘জুলাই অভ্যুত্থানের হত্যা মামলার আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে’

এ বিষয়ে জানতে চাইলে ব্যাংকের ম্যানেজার কার্তিক চন্দ্র ঘোষ বলেন, বিষয়টির তদন্ত চলমান। এ বিষয়ে মিডিয়ার সঙ্গে কথা বলার জন্য আমাদের হেড অফিসের অনুমতি নেই।

শাহরাস্তি মডেল থানার ওসি আবুল বাসার জানান, অর্থ আত্মসাতের বিভিন্ন প্রমাণ দুদকে পাঠানো হয়েছে। এ বিষয়ে দুদকে মামলা দায়ের করা হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ