Tuesday, April 29, 2025

ইসরায়েলি গণমাধ্যমে এবার বাংলাদেশি পাসপোর্ট প্রসঙ্গ

আরও পড়ুন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যোনে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালনের খবর প্রচার করে ইসরায়েলের অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। এ ঘটনার পর এবার বাংলাদেশি পাসপোর্ট সংক্রন্ত খবরও ঠাই পেল সংবাদমাধ্যমটিতে।

বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে যেন ইসরায়েলে যেতে না পারেন সেটি নিশ্চিতে ‘ইসরায়েল বাদে অন্য সব দেশে বৈধ’ এমন বাক্য পাসপোর্টে লেখা ছিল। তবে ২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শব্দটি বাদ দেয়। দীর্ঘ প্রায় চার বছর পর আবারও ‘এক্সসেপ্ট ইসরায়েল’ বাক্যটি পাসপোর্টে ফিরিয়ে এনেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের নেয়া এই সিদ্ধান্তের বিষয়টি বার্তা সংস্থা এএফপির বরাতে প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার ভাইরাল হওয়া ছবিটি কবে তোলা?

এতে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ এক্সসেপ্ট ইসরায়েল শব্দগুলো তাদের পাসপোর্টে পুনর্বহাল করেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। এর মাধ্যমে ইসরায়েলে যেন কোনো বাংলাদেশি যেতে না পারেন সেটি নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মুসলিম প্রধান বাংলাদেশে ইসরায়েল একটি স্পর্শকাতর ইস্যু। দেশটি ইসরায়েলকে কোনো স্বীকৃতি দেয় না।

‘ইসরায়েল বাদে অন্য সব দেশে বৈধ’ এ কথাটি দেশের পাসপোর্টে কয়েক দশক ধরে ছিল। কিন্তু ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের শেষের দিকে এই বাক্যটি বাদ দেওয়া হয়।

আরও পড়ুনঃ  গাজায় পোলিও টিকা ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ঝুঁকিতে ৬ লাখ শিশু

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নীলিমা আফরোজ বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস)-কে জানিয়েছেন, পাসপোর্টে ‘ইসরায়েল বাদে’ শব্দগুলো পুনর্বহালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে গত সপ্তাহে নির্দেশনা দেওয়া হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ