নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের মাশাউজান এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে পড়ে ছিল একটি ওষুধের কার্টন।
রোববার সকাল ৮টার দিকে ওষুধের কার্টনটির মধ্যে একটি নবজাতকের মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা টুকু শেখ বলেন, সকালে মহাসড়কের পাশে মানুষের ভিড় দেখতে পাই। সেখানে একটি ওষুধের কার্টনের মধ্যে নবজাতকের মরদেহ ছিল। ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানিয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নগরকান্দা থানায় নিয়ে যায়।
নগরকান্দা থানার এসআই তারেক বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মর্গে পাঠানো হবে।
আপনার মতামত লিখুনঃ