Saturday, March 15, 2025

নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘিরে বিক্ষোভ

আরও পড়ুন

নতুন ছাত্রসংগঠনের ঘোষণা করার কথা ছিল মঙ্গলবার বিকেল ৩টায়। তবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঘোষণা করেননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এদিকে নতুন ছাত্র রাজনৈতিক দল ঘোষণা নিয়ে মধুর ক্যান্টিনে বিক্ষোভ করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিকেল ৪টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন।

এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
তাদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এই কমিটি প্রকাশ করছে। এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন।

শোনা যাচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দারা ঘোষণা হতে যাওয়া নতুন এই ছাত্রসংগঠনের নাম দেওয়া হবে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’।

আরও পড়ুনঃ  অন্তর্বর্তী সরকারের শপথ কখন জানা গেল

সংগঠনটির আহ্বায়ক করা হচ্ছে আবু বাকের মজুমদারকে। যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক ছিলেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ