Saturday, March 15, 2025

কুমিল্লার দেবিদ্বারে ৩ ডাকাত গ্রেপ্তার

আরও পড়ুন

কুমিল্লার দেবিদ্বার উপজেলার প্রজাপতি বাজারে ডাকাতি প্রস্তুত কাল দুর্ধর্ষ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত আড়াইটার দিকে ওই বাজারে অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি একদল ডাকাত। এ সময় স্থানীয়দের সহায়তায় টহল পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩২টি মামলা রয়েছে। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ওসি শামসুদ্দীন ইলিয়াস।

গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁদপুর সদরের সিদ্দিকুর রহমানের ছেলে ডাকাত খলিলুর রহমান (৫৭), কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার পুনখাড়া এলাকায় লতিফ মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৪০)। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ২০টি মামলা রয়েছে। এ ছাড়াও কুমিল্লা চান্দিনা থানার মহিশাল হোসেনপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে শাহ আলমকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধেও বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  পলককে মারতে আসেন কাদের, বের করে দেওয়া হয় গণভবন থেকেও

এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি শামসুদ্দীন ইলিয়াস বলেন, ‘প্রজাপতি বাজারে দুর্ধর্ষ ডাকাতির প্রস্তুতির সময় আমরা তাদেরকে গ্রেপ্তার করি। তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ও থানায় ৩২টি মামলা রয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ