Saturday, March 15, 2025

আজহারীর মাহফিলে গয়না চুরির চেষ্টা, ৮ নারী আটক

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল থেকে আট নারীকে আটক করা হয়েছে। শনিবার বিকেলে মাহফিল চলাকালে নারীদের গয়না চুরির অভিযোগে আট নারীকে আটক করা হয়।

জানা যায়, মাহফিলের স্বেচ্ছাসেবকরা ওই নারীদের ধরে পুলিশের কাছে সোপর্দ করে। এদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে নয়। বিভিন্ন জেলা থেকে তাফসির মাহফিলে এসেছিলেন তারা। এছাড়া বাইসাইকেলে লোহার রড বহনের দায়ে আরও এক কিশোরকে ধরে পুলিশে দেয় স্বেচ্ছাসেবকরা।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেলা থানার ওসি মো. রইস উদ্দীন বলেন, মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলের নারীদের বসার স্থান থেকে ৮ নারীকে আটক করা হয়েছে। তারা নারীদের শরীরে থাকা বিভিন্ন গয়না চুরির অভিযোগ করছিলেন। মাহফিলের স্বেচ্ছাসেবকরা ওই নারীদের ধরে পুলিশের কাছে সোপর্দ করে।

আরও পড়ুনঃ  সমন্বয়কদের নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

ওসি বলেন, রাত সাড়ে ৮টা পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে কেউ থানায় মামলা বা অভিযোগ দাখিল করেনি। মামলা বা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লালাপাড়ার একটি আম বাগানে এ তাফসির মাহফিলের আয়োজন করা হয়। এ মাহফিলের আয়োজন করে জাবালুন নুর ফাউন্ডেশন। এতে কয়েক লাখ মানুষের সমাগম হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ