Friday, March 14, 2025

বাড়ির ছাদে লুকিয়ে প্রেম, প্রেমিকার মা ধরে দিলেন পিটুনি

আরও পড়ুন

প্রেমিকার সঙ্গে লুকিয়ে দেখা করতে এসেছিলেন প্রেমিক। বান্ধবীকে বিশেষ চমক দিতে খানিকটা দুঃসাহসী হয়ে উঠেছিলেন প্রেমিক। প্রেমিকার বাড়ির ছাদে উঠে গোপনে দেখা করতে গিয়ে বিপাকে পড়ে গেলেন এক তরুণ।

প্রেমিকার মা কোনো ভাবে টের পেয়ে যান এই গোপন সাক্ষাৎকারের।

ছাদে গিয়ে তল্লাশি শুরু করেন তিনি। হাতেনাতে ধরা পড়ে যান তরুণ।

রাগে পা থেকে স্যান্ডেল খুলে বেদম মারধর করতে থাকেন মেয়ের প্রেমিককে। সেই ঘটনারই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আরও পড়ুনঃ  এমপি আনার হত্যা: আদালতে তোলা হতে পারে ‘কসাই’ জিহাদকে

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া ভিডিওতে দেখা গেছে, এক তরুণী বারান্দায় দাঁড়িয়ে আছেন। তার চেহারায় তার উৎকণ্ঠা। তার মা সন্দেহজনকভাবে চারপাশে তাকাতে থাকেন, যেন কাউকে খুঁজছেন।

কিছুক্ষণ পর তরুণীর মা ছাদে লুকিয়ে থাকা এক যুবককে দেখতে পান। দ্বিধা না করে তিনি পায়ের স্যান্ডেল টেনে খুলে ওই যুবককে মারতে শুরু করেন।

মারের হাত থেকে বাঁচাতে দৌড়ে পালিয়ে যান ওই তরুণ। কিন্তু মেয়েটি মায়ের হাত থেকে রেহাই পান না। প্রেমিক পালিয়ে যাওয়ার পরই মা মেয়ের ওপর নিজের রাগ ঝাড়েন।

আরও পড়ুনঃ  ওবায়দুল কাদেরকে ঘুম পাড়ানো নিয়ে যা বলছেন মিতু

তাকেও স্যান্ডেল দিয়ে মারধর করেন।
ভাইরাল ভিডিওটি অন্য বারান্দা থেকে একজন প্রতিবেশী গোপনে রেকর্ড করেছিলেন। এই ঘটনাটি কখন বা কোথায় ঘটেছে সে সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য নেই। তবে ভাইরাল ভিডিওটি ১৪ ফেব্রুয়ারি পোস্ট করার পর ভালোবাসা দিবসে তাৎক্ষণিকভাবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

যদিও এই ভিডিওটি এ বছরের নয়। গত বছরের ফেব্রুয়ারিতেও এই ভিডিওটি ভাইরাল হয়েছিল বলে জানা গেছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ