পবিত্র রমজান আসলেই দেশে যখন সিন্ডিকেটের হাতে বন্দি প্রয়োজনীয় নিত্য পণ্য সামগ্রী। তখনই হুর হুর করে বাড়তে থাকে সকল খাদ্য পণ্যের দাম।
তবে সব সিন্ডিকেটকে পেছনে রেখে রমজান আসলেই প্রয়োজনীয় নিত্য পণ্যের দাম কমিয়ে দেন চাঁদপুরের শাহ আলম মাল।
জেলার ফরিদগঞ্জ পৌরসভার চরকুমিরা গ্রামের বাসিন্দা শাহ আলম মাল। গেলো দু’বছর পবিত্র মাহে রমজানে মাত্র এক টাকা লাভে ইফতার সামগ্রী বিক্রয় করেন তিনি। এবার হাটছেন ভিন্ন পথে। কোন লাভ ছাড়াই পবিত্র মাহে রমজানের ছোলা, খেসারির ডাল, বেসন, মুড়ি, চিড়া, চিনি, খেজুর ও সয়াবিন তৈল সহ আটটি খাদ্য পণ্য বিক্রয় করছেন ক্রয় মূল্যে।
রমজানে বাজারে না গিয়ে শাহ আলম মালের দোকান থেকে ক্রয় মূল্যে ইফতার সামগ্রী কিনতে পেরে বেজায় খুশি ক্রেতারাও। তারা বলছেন, শাহ আলমের দোকান থেকে পণ্য ক্রয় করলে সময় ও অর্থ দু’দিকেই সুবিধা হয় তাদের।
গেলো দু’বছর ১ টাকা লাভে পণ্য বিক্রয় করে ব্যাপক সাড়া পান শাহ আলম মাল। গরিব মেহনতি মানুষের জন্য কিছু করতে হবে ভেবে এবছর ক্রয় মূল্যেই রমজানের আটটি খাদ্য পণ্য সামগ্রী বিক্রয় করছেন। এতে অন্যান্য মাসে এক থেকে দেড় লাখ টাকা বিক্রয় হলেও রমজান মাসে ১০ থেকে ১৫ লাখ টাকার মালামাল বিক্রয় করেন বলে জানান শাহ আলম মাল।
এদিকে রমজান উপলক্ষে ক্রয় মূল্যে পণ্য বিক্রয় করায় শাহ আলমকে স্বাগত জানান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যেকোনো পরিস্থিতিতে শাহ আলমের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলার সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।