ভর্তি পরীক্ষার প্রথম দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের তীব্র যানজটের কবলে ভর্তিচ্ছু অনেক পরিক্ষার্থী বসতে পারেননি পরীক্ষার আসনে৷ আবার যানজটের দরুণ দেরীতে আসায় নির্দিষ্ট সময়ে পরীক্ষার হলে প্রবেশ করতে বিলম্ব হয়েছে অনেকেরই। ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন মহাসড়কে অনাকাঙ্খিত যানজট এড়াতে হাইওয়ে পুলিশের পাশাপাশি কাজ করতে দেখা যায় সেনাবাহিনীর সদস্যদের৷
সোমবার (১০ ফ্রেরুয়ারি) সকাল ৮টা থেকেই মহাসড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর একটি টিমকে কাজ করতে দেখা যায়।
মহাসড়কে সেনাবাহিনীর দায়িত্বরত এক কর্মকর্তার সঙ্গে কথা বললে বলেন, গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়৷ যানজটের দরুন ভর্তি পরিক্ষার্থীদের যাতে সমস্যা না হয় সেজন্য আমরা যানজট নিরসনে কাজ করছি মহাসড়কে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, গতকাল যানজটের কারণে পরিক্ষার্থীদের অনেক সমস্যায় পড়তে হয়েছে যেটা দুঃখজনক। গতকাল থেকেই পুলিশ সদস্যরা কাজ করছে। আজ আমরা সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছি তারা যাতে যানজট নিরসনে কাজ করেন। যাতে পরিক্ষার্থীরা সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেন।