Wednesday, April 30, 2025

নাটোরে চার আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

আরও পড়ুন

নাটোরে চার আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর জেলার চারটি সংসদীয় আসনে দল মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার(৭ ফেব্রুয়ারি) জেলা জামায়াতের কার্যালয়ে জেলা মজলিসে শূরার বৈঠকে দলটির নাটোর জেলা আমীর ড. মীর নুরুল ইসলাম তাদের নাম ঘোষণা করেন।

ঘোষিত প্রার্থীরা হলেন— নাটোর-১ আসনে লালপুর উপজেলা জামায়াতের আমীর এবং লালপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মো. আবুল কালাম আজাদ।

আরও পড়ুনঃ  আওয়ামীপন্থী সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন

নাটোর- ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও নাটোর জেলা নায়েবে আমীর অধ্যাপক মো. ইউনুস আলী।

নাটোর-৩ আসনে জেলা জামায়াতের অফিস সম্পাদক প্রফেসর সাইদুর রহমান এবং নাটোর-৪ আসনে বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম।

এ বিষয়ে জানতে চাইলে নাটোর জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, নাটোর-১, নাটোর-২ ও নাটোর-৪ এই তিনটি আসনে দলের প্রার্থী আগে থেকেই নির্ধারণ করা ছিল। কিছুদিন আগে হওয়া কেন্দ্রীয় কর্ম পরিষদের বৈঠকে নাটোর-৩ আসনের প্রার্থী চূড়ান্ত হয়, যা আজকে ঘোষণা করা হলো।

আরও পড়ুনঃ  তাহলে জাতীয় নির্বাচন নিয়ে সেনাপ্রধানের পূর্বাভাস মিলে যাচ্ছে?

তিনি বলেন, তৃণমূল পর্যায়ের কর্মীদের মতামত নিয়ে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত ইসলামী। তাদের (মনোনীত প্রার্থীদের) নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ