Saturday, March 15, 2025

সড়ক আটকে ডাকাতির চেষ্টা, গাড়ি চাপায় ডাকাত নিহত

আরও পড়ুন

চাঁদপুরের কচুয়া-গৌরিপুর আঞ্চলিক সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করার সময় মালবাহী গাড়ি চাপায় মহসিন (৩৮) নামে এক ডাকাতদলের সদস্য নিহত হয়েছেন।

এসময় গাড়ি উল্টে আহত হয়েছেন পিকআপ চালক লোকমান হোসেন। তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে ওই সড়কের শিমুলতলী এলাকায় ঢাকা থেকে মালবাহী পিকআপ অটোগাড়ির পার্টস নিয়ে কচুয়ায় যাওয়ার পথে এই ঘটনা ঘটে।

নিহত ডাকাতদলের সদস্য মহসিন কুমিল্লার তিতাস থানার রগুনাথপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

আরও পড়ুনঃ  নোমান গণতন্ত্র পুনরুদ্ধারে আপসহীন যোদ্ধা হিসেবে কাজ করে গেছেন: তারেক রহমান

আহত চালক ও পুলিশ জানায়, ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ করে। পিকআপ চালককে দেশীয় অস্ত্র দিয়ে কোপানোর সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের গুড়ির সাথে ধাক্কা লেগে উল্টিয়ে ডাকাত সদস্য মহসিনের (৩৮) শরীরের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ডাকাত সদস্য মহসিন মারা যান।

কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আবদুল হালিম জানান, ডাকাতির ঘটনায় কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সময় কচুয়া থানার টহল পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ডাকাতদলের সদস্যরা পালিয়ে যায়। নিহত ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করা হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ