Saturday, March 15, 2025

একই মঞ্চে যুবদল-আ. লীগ: স্লোগান দিলেন ‘জয় বাংলা’

আরও পড়ুন

খুলনার দৌলতপুর বাজার বণিক সমিতির নির্বাচনের দিন একই মঞ্চে বক্তৃতা দিয়েছেন আওয়ামী লীগ এবং যুবদলের নেতারা। তবে, সেদিনের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে, দৌলতপুর বণিক সমিতির বার্ষিক নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন কমিশনের গাফিলতির কারণে ভোটগ্রহণ অনুষ্ঠিত না হয়ে যায়। এ ঘটনার পর বাজারের লঞ্চঘাটসংলগ্ন ডিসপ্লে বোর্ডের সামনে ভোটারদের উদ্দেশে বক্তৃতা করেন খুলনা মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বাজারের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এম এম জসিম। তার বক্তৃতার পর, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের আত্মীয় এবং সমিতির সভাপতি পদপ্রার্থী শেখ কামাল হোসেন মাইক্রোফোন নিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।

আরও পড়ুনঃ  চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি-সম্পাদককে অব্যাহতি

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই প্রশ্ন তুলেছেন কেন তিনি এমন একটি স্লোগান ব্যবহার করেছেন, যেখানে তার রাজনৈতিক অবস্থান বিএনপির সমর্থক হিসেবে পরিচিত।

এ বিষয়ে প্রশ্ন করলে, শেখ কামাল হোসেন তার ভুল স্বীকার করে বলেন, “এটা ভুল করে বলেছি। আমি বিএনপির সমর্থক। সারা দিন বক্তৃতা দেওয়ার পর ক্লান্ত হয়ে ভুল করে স্লোগানটা বলে ফেলেছি। আমি আসলে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলতে চেয়েছিলাম।”

আরও পড়ুনঃ  দাফনের পরই কবর থেকে লাশ উধাও, এলাকায় আতঙ্ক

এই ঘটনায় রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টির গভীরতা নিয়ে আলোচনা শুরু করেছেন। অনেকেই মনে করছেন, নির্বাচনকেন্দ্রিক উত্তেজনার মধ্যে এমন ভুল বক্তব্য রাজনৈতিক অস্থিতিশীলতার ইঙ্গিত হতে পারে, যদিও শেখ কামাল হোসেন বিষয়টি শুধুমাত্র একটি ভুল বলে দাবি করেছেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ