Wednesday, April 30, 2025

পশ্চিমবঙ্গ থেকে ঠিক কতদূরে আছে ঘূর্ণিঝড় ‘দানা’?

আরও পড়ুন

ধীরে ধীরে সাগরের ওপর দিয়ে দিয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীন আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন বলছে, পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ৫০০ কিলোমিটার, ওড়িশার ধামারা থেকে ৪৫০ কিলোমিটার এবং পারাদ্বীপ থেকে ৪২০ কিলোমিটার দক্ষিণপূর্বে রয়েছে দানা।

গতকাল বুধবার রাত ১০টার দিকে সর্বশেষ বুলেটিন প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেখানে বলা হয়েছে, বর্তমানে প্রতি ঘণ্টায় ১২ কিলোমিটার গতিতে এগোচ্ছে দানা। তবে বুধবার রাতে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর এর গতিবেগ ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাবে।

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, বুধবার মধ্যরাতের পর থেকে সমুদ্রের উপর হাওয়ার গতি হবে প্রতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। দমকা হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার। বৃহস্পতিবার সকালে ঝড়ের গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার ছাড়িয়ে যাবে বলে মনে করছেন আবহবিদেরা। এ সময় দমকা হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ১১৫ কিলোমিটার। বৃহস্পতিবার রাত পর্যন্ত সমুদ্রের উপর ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। দমকা হাওয়ার গতি এ সময় ১২০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

আরও পড়ুনঃ  ইসরায়েলের মানচিত্র সৌদি-ভূমধ্যসাগর থেকে জর্ডান নদী পর্যন্ত নিতে মরিয়া নেতানিয়াহু, আতঙ্কে ৮ দেশ

ঘূর্ণিঝড় দানা : পশ্চিমবঙ্গের ৯ জেলায় সতর্কতা জারি
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশ করতে পারে দানা । ওড়িশার ভিতরকণিকা ও ধামারার মধ্যবর্তী স্থানে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি)। শুক্রবার ঝড়ের গতিবেগ কিছুটা কমতে পারে। ওই দিন সকালে ৯৫ থেকে ১০৫ কিলোমিটার পর্যন্ত ঝড় চলতে পারে। তারপর রাতে ঝড়ের গতি কমে হবে ৬৫ থেকে ৭৫ কিলোমিটার।

বৃহস্পতিবার রাজ্যের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। জেলার কিছু অংশে অতি প্রবল (২০ সেন্টিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে।

আরও পড়ুনঃ  মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর গুলি, প্রাণ গেল ইমামসহ ৬ জনের

এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। জেলার কিছু অংশে অতি প্রবল (২০ সেন্টিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে।

শনিবার দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ