Saturday, March 15, 2025

লে*বাননে সেনা হত্যা, ক্ষমা চাইল ইস*রাইলি বাহিনী

আরও পড়ুন

দক্ষিণ লেবাননে হামাল চালিয়ে তিন সেনা হত্যার পর ক্ষমা চেয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। এর আগে রোববার লেবাননে সেনাবাহিনীর গাড়িতে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে অন্তত তিন সেনা সদস্য নিহত হন।

লেবাননের সেনাবাহিনী জানায়, রোববার সীমান্তবর্তী গ্রাম আইন এবেলকে হানাইন শহরের সঙ্গে সংযোগকারী একটি সড়কে ইসরাইলি বাহিনী তাদের গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। এতে হতাহতের ওই ঘটনা ঘটে।

এই হামলার জন্য ক্ষমা চেয়ে সোমবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে না ইসরাইল। তাদের সেনারা বিশ্বাস করে যে তারা হিজবুল্লাহর একটি গাড়িকে লক্ষ্যবস্তু করছিল। খবর আরব নিউজের।

আরও পড়ুনঃ  গাড়িতে ধাক্কার জেরে বিবাদ, যুবককে বাবা-মায়ের সামনে পিটিয়ে হত্যা

যদিও গত মাসে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত আটজন সেনা নিহত হয়েছেন। এছাড়া গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে, ইসরাইলি হামলায় লেবাননে দুই হাজার ৪৬৪ জন নিহত এবং সাড়ে ১১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ