Friday, March 14, 2025

আজ থেকে দেশের বাজারে মিলবে রয়্যাল এনফিল্ড, মূল্য কত

আরও পড়ুন

অনুমোদনের দীর্ঘ এক বছর পর বাংলাদেশের বাজারে এসেছে ঐতিহ্যবাহী ও রাজকীয় বিখ্যাত রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল। ৩৫০ সিসির মোটরসাইকেলটি দেশের বাজারে নিয়ে এসেছে ইফাদ মোটরস।

সোমবার (২১ অক্টোবর) থেকে দেশের বাজারে পাওয়া যাবে রয়্যাল এনফিল্ড। আইকনিক ব্র্যান্ডের মোটরসাইকেলটির বাংলাদেশে একমাত্র প্রস্তুতকারক ও পরিবেশক ইফাদ মোটরস।

কোম্পানিটির সূত্রে জানা গেছে সোমবার দুপুরে চারটি ৩৫০ সিসির মডেল-হান্টার, বুলেট, ক্লাসিক ও মিটিয়র-অনলাইনে লঞ্চ করা হবে। পরে রাজধানীর তেজগাঁওয়ে রয়্যাল এনফিল্ডের ফ্ল্যাগশিপ শোরুমে একটি অনুষ্ঠানের মাধ্যমে মডেলগুলো উন্মোচিত হবে।

আরও পড়ুনঃ  ডিমের নতুন দাম নির্ধারণ, বুধবার থেকে কার্যকর

কুমিল্লার চৌদ্দগ্রামে মোটরসাইকেল উৎপাদন কারখানা তৈরি করেছে ইফাদ মোটরস। যার দাম পড়ছে সাড়ে চার লাখ থেকে সাড়ে ৫ লাখ টাকার মধ্যে। বুলেট, ক্লাসিক ও মিটিয়র মডেলগুলোর দাম ক্রমান্বয়ে বেশি রাখা হবে।

মোটরসাইকেলটির টেস্ট রাইডাররা বলছেন, নতুন প্রজন্মের রয়্যাল এনফিল্ড মডেলগুলো ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি আরও উন্নত পারফরম্যান্স নিশ্চিত করবে।

এই চারটি মডেলে থাকবে উন্নত ফুয়েল ইনজেকশন সিস্টেম এবং পরিমার্জিত সিঙ্গেল-সিলিন্ডার ‘জে’ (J) সিরিজের ইঞ্জিন। এছাড়া রং ও ব্রেকিং সিস্টেমের ওপর ভিত্তি করে আলাদা ভেরিয়েন্টও থাকবে।

আরও পড়ুনঃ  হুন্ডির মাধ্যমে বিপুল পরিমাণ ডলার পাচার করছেন আ.লীগ নেতারা

দীর্ঘ দুই দশক ইঞ্জিন সক্ষমতার ওপর বিধিনিষেধ আরোপ করে রাখার পর ২০২৩ সালে বাংলাদেশ সরকার স্থানীয়ভাবে উৎপাদিত ৩৭৫ সিসি পর্যন্ত ইঞ্জিন সক্ষমতার মোটরসাইকেলের অনুমোদন দেয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ