Wednesday, April 30, 2025

তাঁতীবাজারে পূজামণ্ডপে কেরোসিনভর্তি বোতল নিক্ষেপ, ছুরিকাঘাতে আহত ৫

আরও পড়ুন

পুরান ঢাকার তাঁতীবাজারে একটি পূজামণ্ডপে কেরোসিন ভর্তি বোতল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় তাদেরকে ধরার চেষ্টা করলে পাঁচজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। শুক্রবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পূজা মণ্ডপের সিসিটিভির ফুটেজে দেখা যায়, রাত ৭টা ৫৩ মিনিটে পূজামণ্ডপে একটি বোতল নিক্ষেপ করে দৌড়ে পালাচ্ছে এক যুবক। যাকে ধরতে পেছনে পেছনে দৌড়াচ্ছেন আরও কয়েকজন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, পূজামণ্ডপ লক্ষ্য করে বোতল ছুড়ে পালানোর সময় ওই যুবককে ধরার চেষ্টা করলে ওই দুর্বৃত্তকারী এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আরও পড়ুনঃ  এক প্রকল্প থেকেই ৫০০ কোটি ডলার আত্মসাৎ করেছে হাসিনা পরিবার

ছুরিকাঘাতে আহত এক যুবক বলেন, ‘একটা ছেলে এসে মণ্ডপের দিকে একটি বোতল ছুড়ে মারল, সঙ্গে সঙ্গে ওই ছেলেকে ধরার জন্য সবাই ধাওয়া করে। পালানোর যারাই তাকে বাধা দেয়ার চেষ্টা করেছে তাদেরকেই ছুরিকাঘাত করেছে।’

পুরান ঢাকার তাঁতিবাজার পূজা কমিটির সভাপতি জানান, নাশকতার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতিকারীরা। তিনি বলেন, আমাদের প্যান্ডেলে আমাদের প্রতিমার গায়ে যে একটা বোতল ছুঁড়ে মারল সেটা তো ছিনতাইকারী না। ছিনতাইকারী হলে তো টাকা নিবে, মানুষের গলা থেকে চেইন নিবে। কিন্তু যারা নাশকতা করবে তারাতো এগুলো করবে না।

আরও পড়ুনঃ  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকর্মীর পানিতে ডুবে মৃত্যু

ঘটনার পর পর ঘটনাস্থল পরিদর্শনে আসেন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর একাধিক দল। কেরোসিন ভর্তি বোতল উদ্ধার করে বোম্ব ডিসপোজাল ইউনিট।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এরপরই ঘটনাস্থল পরিদর্শনে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। পূজা কমিটির সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি আশ্বাস দেন, পলাতক দুস্কৃতিকারীকে গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।

আরও পড়ুনঃ  ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক ঘটনা। এর মধ্যে যারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল তাদের মধ্যে তিনজনকে আটক করা হয়েছে। যে বোতল নিক্ষেপ করেছে তাকে অবিলম্বে গ্রেফতার করা হবে। অন্যান্য সকল জায়গায় আরও বেশি নিরাপত্তা জোরদার করা হচ্ছে। আমরা বিচারের মাধ্যমে একটি নিদর্শন স্থাপন করতে চাই যাতে এ ধরনের ঘটনা ঘটানোর সাহস পরবর্তীকে আর কেউ না পায়।

এ ঘটনায় মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন চারজন। আহতদের চিকিৎসায় সরকারি সহায়তার আশ্বাস দেন নাহিদ ইসলাম।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ