Tuesday, April 15, 2025

ভারতে ওবায়দুল কাদেরের মুখঢাকা ছবিটি নিয়ে যা জানা গেল

আরও পড়ুন

ভারতে ওবায়দুল কাদেরের মুখঢাকা ছবিটি নিয়ে যা জানা গেল
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এর পরবর্তী সময়ে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

সরকার পতনের পর বিভিন্ন অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের বহু নেতা-কর্মীকে আটক করে। কেউ কেউ দেশ ছেড়ে পালিয়ে গেছেন, আবার কেউ আত্মগোপনে রয়েছেন।

আরও পড়ুনঃ  মায়ের মরদেহের পাশ থেকে শিশু উদ্ধার, মিলছে না নাম-পরিচয়

আওয়ামী লীগ সরকারের পতনের পর সম্প্রতি দলটির সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ভারতে প্রথমবার দেখা গেছে এমন দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ছড়িয়ে পড়েছে। ছবিতে একটি হাসপাতালসদৃশ ভবনের সামনে ওবায়দুল কাদেরকে মুখ ঢাকা অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এই ছবিসহ একটি পোস্টের ক্যাপশনে লেখা আছে, ‘পলাতক আসামী আওয়ামীলীগ এর সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নয়াদিল্লীতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসে সেখানে একজন সাংবাদিক তাকে দেখে ছবি তুলতে গেলে সে তার মুখটা ঢেকে রাখার অপচেষ্টা করে…. . অচিরেই তাকে দেশে এনে হত্যার বিচার করা হোক……।’

আরও পড়ুনঃ  প্রধান উপদেষ্টার সঙ্গে মিয়ানমারের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ছবিটির যথার্থতা যাচাই করতে রিভার্স ইমেজ সার্চের সহায়তা নেওয়া হয়। দেখা যায়, একাধিক ফেসবুক অ্যাকাউন্টে একই ছবি ছড়ানো হলেও কোথাও নির্ভরযোগ্য উৎস উল্লেখ নেই। ওবায়দুল কাদেরের অফিসিয়াল ফেসবুক পেজেও এ সংক্রান্ত কোনো পোস্ট দেখা যায়নি।

ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কি না, তা শনাক্ত করতে একাধিক চেকিং টুল ব্যবহার করা হয়। এর মধ্যে ইজইটএআই নামক একটি টুলের বিশ্লেষণে ছবিটির ৯৪ শতাংশ সম্ভাবনায় এআই দিয়ে তৈরি হওয়ার প্রমাণ মেলে।

আরও পড়ুনঃ  গৃহবধূকে শ্লীলতাহানি ও অপহরণ চেষ্টা, বৈষম্যবিরোধী নেতা কারাগারে

ফলে, বলা যায়-ভারতে ওবায়দুল কাদেরের উপস্থিতি নিয়ে যেসব দাবি করা হয়েছে, তার ভিত্তি বাস্তব নয়। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিটি কৃত্রিমভাবে তৈরি, বাস্তব নয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ