Friday, March 14, 2025

দুর্ঘটনার সময় বাসে ঘুমিয়ে ছিলেন ইবি শিক্ষার্থীরা, হঠাৎ ‘মামা’ ডাক শুনে…

আরও পড়ুন

বাসে ৩৫ থেকে ৪০ জন শিক্ষার্থী ছিলেন, বেশিরভাগই ঘুমাচ্ছিলেন। ক্যাম্পাসে আসার সময় চালকও ঘুম ঘুম ভাব নিয়ে বাসটি চালাচ্ছিলেন। বিত্তিপাড়ার দুর্ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ বাসের একজন ‘মামা’ বলে চিৎকার করে ওঠেন। এ সময় শিক্ষার্থীরা দেখতে পান, বাসটি রাস্তার বাম দিকে থেকে ডানে গিয়ে গড়িয়ে ধান ক্ষেতের মধ্যে উলটে যাচ্ছে। তবে বাসের গতি তুলনামূলক কম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি৷

কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে আসার পথে উল্টে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী ভাড়াকৃত একটি বাস। ঘটনার সময়ের বর্ণনায় এসব কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার বিত্তিপাড়া নামক স্থানে রাস্তার ডান দিকে উল্টে যায় বাসটি।

আরও পড়ুনঃ  সাতক্ষীরা তে হিন্দু ধর্ম ত্যাগ করে শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করছে

শেষ খবর পাওয়া পর্যন্ত আহত ১২ জন শিক্ষার্থী ইবি মেডিকেলে এবং আটজন কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কুষ্টিয়ার আটজন থেকে চারজন ইতোমধ্যে চলে গেছেন। বাকি চারজন ভর্তি আছেন। ইবি মেডিকেল থেকেও চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও পরিবহন প্রশাসক অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান। আহত শিক্ষার্থীদের দেখতে ও শারীরিক খোঁজ-খবর নিতে মেডিকেলে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।

আরও পড়ুনঃ  ১২ বছর ধরে ইমামতি করে বেতন দুই হাজার, সেটাও ঠিকমতো পান না

এ সময় তারা আহত শিক্ষার্থীদের সাথে কথা বলে অবস্থা শোনেন এবং দায়িত্বরত চিকিৎসকদের যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশনা দেন। ইবি মেডিকেলের দায়িত্বরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা মেডিকেল টিম নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখান থেকে ১২ শিক্ষার্থীকে মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা ছিল একটু গুরুতর।

তিনি বলেন, একজনের মাথায়, আরেকজনের কানে আঘাত এবং দুজনের পায়ের আঘাত ছিল। আমরা এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে এক্স-রে সাজেশন দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠিয়েছি। পরবর্তীতে আর কোন চিকিৎসা দেওয়ার প্রয়োজন হলে আমরা দেব।

আরও পড়ুনঃ  কবরের যে বিষয়কে সাহাবিরা বেশি ভয় করতেন

ইবি থানার ওসি বলেন, `আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওভারটেক করার সময় দুর্ঘটনাটি ঘটেছে। অধিকতর তদন্তের পরে প্রকৃত ঘটনা জানা যাবে।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও পরিবহন প্রশাসক অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই আমি এবং প্রক্টর ঘটনাস্থলে এসেছি এবং এখানেই রয়েছি। রেকার দিয়ে বাসটি তোলা হয়েছে। সবাই কমবেশি আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসা চলছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ