Wednesday, April 30, 2025

নামাজ শেষে বের হয়ে দেখেন অটোরিকশা উধাও, কান্না থামছে না রাজ্জাকের

আরও পড়ুন

সারাদিন রোজা রেখে অটোরিকশা চালান আব্দুল রাজ্জাক। সন্ধ্যা ৬টার দিকে অটোরিকশাটি শহরের কালিবাড়ি শাহী মসজিদের সামনে রেখে ইফতার করে মসজিদে যান নামাজ পড়তে। কিন্তু নামাজ শেষে বাইরে এসে দেখেন তার আয়ের একমাত্র সম্বল অটোরিকশাটি চুরি করে নিয়ে গেছে কেউ। তখন হাউমাউ করে কাঁদতে শুরু করেন আব্দুল রাজ্জাক। এক পর্যায়ে রাস্তায় জ্ঞান হারান তিনি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও জেলা শহরের কালীবাড়ী বাজার সংলগ্ন শাহী মসজিদে সামনে এ ঘটনা ঘটে। নামাজ পড়া শেষ করে বাইরে এসে অটোরিকশা না দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ওই রিকশাচালক। আয়ের একমাত্র উৎস হারিয়ে তিনি বিপাকে পড়েছেন। ঋণ করে এই বাহনটি ক্রয় করেন তিনি।

আব্দুল রাজ্জাক জেলা সদরের শুকানপুকুরী ইউনিয়নের হাতিপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে। গ্রামের বাড়ি থেকে প্রতিদিন শহরে আসেন অটোরিকশা নিয়ে। সারাদিনে যা উপার্জন করতেন তা দিয়েই জীবিকা নির্বাহ ও দুই সন্তানের লেখাপড়া এবং বাহনের ঋণ শোধ করতেন। অটোরিকশা হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

আরও পড়ুনঃ  ৬ বছরের এক শিশুর সন্ধানে ১২০০ জন

আব্দুল রাজ্জাক বলেন, আমি অটোরিকশাটি মা মটরস অ্যান্ড ইলেকট্রনিক্স থেকে আড়াই বছর আগে নগদ অর্থে ক্রয় করেছি। আজ সকালে বাড়ি থেকে ভাড়ার উদ্দেশ্যে শহরে আসি। সারাদিন ভাড়া টেনে ইফতারি ও নামাজের জন্য শাহী মসজিদের সামনে রেখে নামাজে যাই। নামাজ শেষে এসে দেখি অটোরিকশাটি নেই। আশেপাশে অনেক খোঁজাখুজি করেও পাইনি।

তিনি আরও বলেন, ধার-মহজন করে অটোরিকশাটি কিনেছি। এখনো কিস্তি শোধ হয়নি। প্রতি সাপ্তাহে ৪ হাজার টাকা করে কিস্তি দিতে হয়। আবার দুই সন্তানের লেখাপড়ার খরচ ও পাঁচ সদস্যের সংসার সামলাতে হয়। অটোরিকশা চুরি হওয়ায় আমি পথে বসে গেলাম। কিভাবে সংসার ও ঋণ শোধ করব?

আরও পড়ুনঃ  প্রেম প্রত্যাখ্যান করায় কিশোরীকে কুপিয়ে হত্যা

এসময় কান্নায় ভেঙে পড়ে তিনি। পরে অ্যাডভোকেট আশিকুর রহমান রিজভীর সহায়তায় ঠাকুরগাঁও সদর থানায় এক সাধারণ ডায়রি করেন আব্দুল রাজ্জাক।

অ্যাডভোকেট আশিকুর রহমান রিজভী বলেন, নামাজে এসে অটোরিকশা চুরির বিষয়টি মানা খুব কষ্টকর। সে খুবই গরিব। এই অটোরিকশা তার একমাত্র আয়ের উৎস। বিত্তবানদের তার পাশে দাঁড়ানো উচিত।

স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলায় মাস দুয়েক থেকে ব্যাপকহারে বেড়েছে চুরি ও ছিনতাই। চুরির ভয়ে রাত জেগে বাড়ি পাহারা করছেন গৃহস্তরা। পুলিশের একরকম নিস্ক্রিয়তা ও টহল না থাকায়, চুরি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এখন সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) খুললেই মোরটসাইকেল চুরি, গবাদি পশু চুরি, বিদ্যুতের তার চুরি, অটোরিকশা চুরির মতো ঘটনা ঘটছে কিন্তু পুলিশ প্রশাসনের এ নিয়ে কোনো উদ্যোগ নেই।

আরও পড়ুনঃ  সামরিক শক্তিতে দ্বিতীয় শীর্ষ মুসলিম দেশ পাকিস্তান

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বলেন, আব্দুল রাজ্জাক নামে এক ব্যক্তির অটোরিকশাটি চুরি হয়েছে বলে একটি অভিযোগ করেছে। আমরা গাড়িটি উদ্ধারের চেষ্টা করছি। তবে সদরে থানায় কতগুলো চুরির ঘটনা ঘটেছে তা সঠিক সংখ্যা জানা নেই বলে ঢাকা পোষ্টকে জানান এই কর্মকর্তা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ