Friday, March 14, 2025

রাজধানীতে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরও পড়ুন

রাজধানীর হাজারীবাগ এলাকার একটি বাসা থেকে পুষ্পিতা(২১) নামে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রতিবেশী জগদীশ বলেন, ইডেন কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন পুষ্পিতা। রাত সাড়ে ১২টার দিকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পুষ্পিতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, পুষ্পিতার গ্রামের বাড়ি জামালপুর সদরের বসাকপাড়া গ্রামে। তার বাবার নাম রঞ্জিত বিশ্বাস।

আরও পড়ুনঃ  আপত্তিকর অবস্থায় নারীসহ এসআই আটক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ